Atheist in Bangladesh

আল্লাহ-শ্রষ্ঠা ও আমাদের কাল্পনিক ধার্মিক জীবন

আল্লাহ, শ্রষ্ঠা, ভগবান , গড এগুলো নিয়ে আমাদের চিন্তার অন্তঃ নেই। এই পৃথিবীর অধিকাংশ মানুষ এই ক্লাপনি ও মিথ্যে এই ধর্ম ফ্যান্টাসিতে আক্রান্ত। ধর্মের না রয়েছে আকার, না রয়েছে যুক্তি কিংবা না রয়েছে সত্যকারের অস্তিত্ব। অথচ এই ধর্ম নিয়ে হত্যা, কাটাকাটি, মারামারি, ধর্ষন, যুদ্ধ, বিগ্রহ ক্রমাগত ভাবে চলছে সারা দুনিয়া জুড়ে। ধর্ম একদিকে যেমন মানব সভ্যতায় একটা বোঝার মতন আমাদের বুকে চেপে রয়েছে তেমনি এর পালনকারীরা আমাদেরকে অনেকটা ছুরির ফলায় জীবন যাপন করে বাধ্য করছে। এইসব ধর্মগুলো সামষ্ঠিক ভাবে পালিত হয় এবং একটা সংঘবদ্ধ চক্র নানাবিধ নাম দিয়ে নানাবিধ রকমের হাস্যকর ধর্ম পালন করে। এক ধর্মের লোক আরেক ধর্মের উপর আঘাত করে, মারে, কাটে, ধর্ষন করে।

মজার ব্যাপার হোলো এইসব অপকর্মের পরেও ধর্মগুলো আবার নিজ নিজ গ্রন্থের মধ্যে ভালো ভালো কথার বানী ছোটায়। যদিও এগুলোকে নীতিবাক্য মেনে আপাতঃ দৃষ্টিতে ভালো ভালো মনে হয় কিন্তু আদতে সেটি একেবারেই নয়। ধর্মের এইসব নীতিবাক্যের আড়ালে লুকিয়ে থাকে বর্ণবাদ, হত্যা কিংবা খুনের পরোক্ষ মদত। যেমন পৃথিবীর সবচাইতে বৃহৎ ধর্ম ইসলামের যে গ্রন্থ রয়েছে কোরান শরীফ সেটির মধ্যে কাফেরদের হত্যার কথা বলা হয়েছে

Print Friendly, PDF & Email

Syed Sunvy Anick Hossain