







মহররম মাসের প্রথম তারিখটা চলে গেলো। এই নিয়ে শিয়া সম্প্রদায়ের হায় হোসেন হায় হোসেন মাতম দেখে আসলে এক ধরনের হাসিই পেলো। ইংল্যান্ডে আসার পর থেকে আমি ধর্ম কর্ম নিয়ে খুব একটা মাথা কখনোই ঘামাই নি। আসলে দেশে থাকতে বাবা মা চাপ...
আমার বুঝ হবার পর আমি সুধু এইটাই ভাবতাম মরার পর কি হবে, কেউ ত দেখেনি , আদি মানব জাতি যা আমাদের বুজিয়েছে আমারা তাই বুজেছি, কেউ তো প্রমান দিতে পারেনি। কেউ বলেছে বা দেখিয়েছে দেখ আমার দাদু বা আমার মা বাবা দেখ সর্গে গেছে।...
ফোবিয়া হচ্ছে যখন কারও স্বাভাবিক কোন কিছু সম্পর্কে অস্বাভাবিক পরিমান ভয় থাকে। উচ্চতা, মাকড়শা, সাপ, বদ্ধঘর এগুলোকে হয়তো অনেকে অপছন্দ করেন, কিন্তু যাদের ফোবিয়া থাকে, তারা বদ্ধঘরে অক্সিজেনের অভাব হওয়ার আগেই শ্বাসরুদ্ধ...
এথিস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের নাস্তিকতাবাদ নিয়ে একটি ষাণ্মাসিক ম্যাগাজিন। ২০১৬ সাল থেকে আমরা নিয়মিত ম্যাগাজিন প্রকাশ করে আসছি যা মুক্তমনাদের সুনাম কুড়িয়েছে, অপরদিকে আমাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে নানা ধরনের বাধা-বিপত্তির। তবে আমাদের একমাত্র উদ্দেশ্যঃ বাংলাদেশের নাস্তিকদের অধিকার রক্ষা ও ধর্মীয় গোড়ামির গোড়াপত্তন করা। নাস্তিকতা কোন অপরাধ নয় - এ বিষয়টি প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা নিরন্তর কাজ করার প্রত্যাশা করছি।
Copyright © 2021. All rights reserved by Atheist in Bangladesh.