সমকামীদের বৈধতা এবং অধিকার নিয়ে কোন আলোচনা উঠলেই শুরু হয়ে যায় সমকামী বিদ্বেষীদের নানা কুযুক্তি ও অদ্ভুত প্রশ্ন। অনেক বার সে সব কুযুক্তি ও প্রশ্নের ব্যখ্যা ও উত্তর দেয়া হয়েছে এবং অনেকে এখনও দিয়ে যাচ্ছে। আধুনিক বিজ্ঞান তাদের অযৌক্তিক সমকামী বিদ্বেষকে রোগ হিসেবে চিহ্নত করেছে। এত যৌক্তিক উত্তর ও বৈজ্ঞানীক প্রমাণ দেয়ার পরও তারা তাদের সেই কুযুক্তি আর অদ্ভত প্রশ্নকে এখনও বহাল রেখেছে। তাই আজ ঠিক করেছি তাদের অদ্ভুত প্রশ্নের উত্তর যুক্তি কিংবা বিজ্ঞান দিয়ে দেব না বরং অদ্ভুত উত্তর দিয়েই তাদের প্রশ্ন ও কুযুক্তির মোকাবেলা করব। প্রশ্নসমূহ ও উত্তর নিচে দেয়া হলঃ

