লিখেছেন নুরুল আমিন / Written By Nurul Amin
সময়ঃ ০৮:৫২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ / Time: 08:52 PM, 29 July 2025
বলাই বাহুল্য, বাংলাদেশের আবির্ভাব যে ধর্মভিত্তিক দ্বিজাতিতত্ব থেকে, যার ফলশ্রুতিতে পাকিস্তান এবং পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ, সেই ধর্মভিত্তিক উৎস বাংলাদেশী ভুলতে পারেনি। প্রথম সংবিধান ধর্মনিরপেক্ষতাকে মূলনীতি মেনেছিল, কিন্তু জন্মের এক দশকের মধ্যে সংবিধানকে মুসলমানী করিয়ে (রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ শুরুতে) এবং দ্বিজাতিতত্ববাদী পাকিস্তানী গোলাম আযমকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করিয়ে বাংলাদেশ যেন তার জন্মের ভুলটাতে ফেরা শুরু করলো।
সেই প্রেক্ষাপটে আজকে ধর্মান্ধতা, ইসলামী উগ্রবাদ, মৌলবাদী আস্ফালন, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের অবমাননা, সংস্কৃতির বলপূর্বক ইসলামিফিকেশান – কোনো কিছুই অবাক করার কথা না।
কিন্তু, তাও করে। অবাক ও হতাশ করে। পশ্চিম অনেক আগেই বুঝতে পেরেছে রাষ্ট্র ও ধর্ম একসাথে চলতে পারেনা। মুখোমুখি সংঘর্ষে ধর্ম পরাজিত হয়েছে। একই শিক্ষা আমাদের দেশে আসতে আরো কতো প্রাণ ঝরে যেতে হবে, আরো কতো অবক্ষয়ের মধ্যে দিয়ে যেতে হবে, সে চিন্তা বিপন্ন করে তোলে নিজের অস্তিত্বকে।
রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বাংলাদেশে অনিবার্যভাবে দরকার মধ্যযুগীয় ইসলামী বর্বরতায় ফিরতে না চাইলে। ইউনুস সরকার, প্রথম আলো – সেটা বুঝতে পারছেনা। বিচিত্র এই দেশ!