লিখেছেন মুনায়েম আহমেদ / ২৪ অক্টোবর ২০২৫ – ০৯:৫০ ঘটিকা

Written By Munayem Ahmed / 24 October 2025 – 09:50 AM

নবী মুহাম্মদের মেয়ের জামাতা হযরত আলীর ব্যাপারে যা জানা যায় তা অনেক মুসলমানকে শরমিন্দা করবে ঘটনা সত্য হলে। কথিত আছে বিভিন্ন  যুদ্ধ (বদর, খাইবার, হুনাইন, তাবুক ও মক্কা) বিজয়ের পর গণিমতের মাল, নারী ও নাবালিকা সতীসাধ্বী শিশুদের ভোগ দখল করবার প্রাথমিক অধিকার সাহাবী বিশেষ করে উচ্চ পর্যায়ের সাহাবীরা পেতেন।  ফাতেমার স্বামী নবী জামাতা হযরত আলী নাবালিকা বন্দিনীদের ভোগ করতেন বলে কথিত আছে।

বুরাইদা কর্তৃক বর্ণিত- নবী মোহাম্মদ আলীকে খালিদের নিকট গণিমতের মাল আনতে পাঠালেন। সে (আলী) তখন গণিমতের মালে ভাগ হিসেবে প্রাপ্ত একজন যুদ্ধবন্দিনীর সাথে যৌনসঙ্গমের পর গোসল সেরে নিয়েছে। (ভলিউম-৫, বুক নং-৫৯)

এভাবেই নবী ও তাঁর জামাতা আলী অবাধ ভোগবিলাসে নিজেদের উচ্ছ্বসিত রাখতেন। ছিলেন রঙ্গিন চরিত্রের মানুষ। নবী মুহাম্মদ নিজে অসংখ্য বিবি, দাসী ভোগের সাথে সাথে নিজের জামাতাকেও যুদ্ধবন্দিনীদের ভাগ দিতে একটুও কার্পণ্য করেন নি। এভাবেই সপ্তম শতকের আরব উপদ্বীপের  অস্থির সময়ের সমাজ ব্যবস্থায় অবাধে বন্টন করেছেন নারীর প্রতি লালসার ভোগ বিলাস ও লিপ্ত হয়েছিলো ইসলাম প্রতিষ্ঠার নামে অবাধ যৌনাচারে। 

এই হলো শান্তির ধর্মের গৌরবময় ইতিহাস।