লিখেছেন গাজী আফতাবুন নেসা রিতি ০১ নভেম্বর ২০২৫ ১৭:৫৪ ঘটিকা

Written by Gazi Aftabun Nesa Riti on 01 November 2025 at 17:54 PM

দলিত নির্যাতিত বঞ্চিত হয়ে হয়ে একটা পর্যায়ে আর একটা মানুষের হারাবার কিছু থাকেনা। বাংলাদেশের মতো দেশে যেখানে পুরুষতন্ত্র সমাজের সমস্ত স্তরে স্তরে প্রোথিত, সেখানে একজন স্বাধীনচেতা নারীর অবস্থান খুব নাজুক হবে তা বলাই বাহুল্য। কিন্তু নারীর এই অবক্ষয়ী অবস্থানের জন্যে যে ইসলামী সমাজব্যবস্থা বা পরতে পরতে ছড়িয়ে থাকা ইসলামী রক্ষণশীলতা দায়ী, সেটি ভালমতো খেয়াল করলে যেকেউ বুঝতে পারবে। কিন্তু বর্তমানে যেখানে ইসলামী দলগুলোর জয়জয়কার, ইসলামী ছাত্ররাজনীতিতে ছাত্রীরা সম্পূর্ণরূপে সিডিউসড, সেখানে এই পর্যবেক্ষণের কোনো মূল্য নেই। পুরুষতান্ত্রিক ইসলামী কট্টর মনস্ত্বত্বের খেসারত আমি দিয়েছি আমার শরীর দিয়ে, যে শরীর বহন করেছে তিনটি ব্যার্থ দাম্পত্য জীবনের নির্যাতন, তিনটি বিচ্ছেদ, তিনবার বিবিধ পুরুষের জন্যে সর্বস্ব হারানো – এগুলো ভালমতো যখন চিন্তা করি তখন দেখি যদ্দূর না পুরুষ, তারচেয়ে মুসলিম পুরুষের মনস্তত্ব আমাকে নির্যাতন করেছে। বাংলাদেশ যদি ইসলামী মনস্তত্ব দ্বারা নিয়ন্ত্রিত না হতো, তাহলে হয়তো এই পুরুষরা অন্যরকম হতো। ইসলাম ধর্ম প্রধান কোনো দেশে নারীর অবস্থান কখনো স্বাধীন হতে পারেনা। তথাকথিত হাদিস ও কোরান তা নিশ্চিত করেছে দুঃখজনকভাবে। মুক্তির উপায়? এহেন ধর্মীয় অনুশাসন দ্বারা শাসিত সমাজব্যবস্থা হতে ধর্মকে বিতাড়িত করা। সম্ভব? মনে হয়না এই মৌলবাদী দেশে।